ফেসবুক ব্রান্ড কোলাবস কি? কিভাবে আবেদন করবেন?

 ফেসবুক থেকে আয়৷। কথাটা অনেকের কাছে অবিশ্বাস্য হলেও সত্য এই যে, খুটিনাটি আমরা প্রতিনিয়ত সোস্যাল মিডিয়ার বাইরের ধাপটা ব্যাহার করে আসছি৷ 

কিন্তু আমরা জানি না এর অন্তর্নিহিত বিষয়গুলো যেমন ফেসবুক বিজনেস ম্যানেজার,  ক্রিয়েটর স্টুডিও, অ্যাপ ম্যানেজার এবং প্রসঙ্গিক বিষয়গুলো সাথে ফেসবুকের নতুন একটি প্ল্যাটফরম যুক্ত রয়েছে সেটি হল  ব্রান্ড কলাবস ম্যানেজার। আর এটি ফেসবুক কোম্পানি থেকে টাকা আয় করার এটি একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা তাদের ঐচ্ছিক ইচ্ছায় তৈরিকৃত পেজ বা গ্রুপে শর্তসাপেক্ষে মনিটাইজ করে ইনকাম করতে পারবে।

Facebook brands collabs

যেহেতু টাকা ইনকাম করার চিন্তাভাবনা করে আসছেন সেহেতু অবশ্যই আপনাকে জানতে হবে জিনিসটি আসলে কি?

 

ফেসবুক ব্র্যান্ড কোলাবস ম্যানেজার হ'ল একটি নতুন এবং ছোট মার্কেটপ্লেস টুল যা ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সরদের নিকট  সহজেই তাদের ব্র্যান্ডগুলির সাথে যোগাযোগ, এবং পরিচিতি পৌছানোর বিষয়গুলো ভাগ করে।  এবং ব্র্যান্ডের অংশীদারদের সন্ধান করতে সহায়তা করে, যা তাদের ব্যাবহারকারিদের সাথে নিম্নলিখিত ভাবে অনুসরণ করে।


এটি একটি সহজ সরঞ্জাম যা ক্রিয়েটরদেরকে তাদের অংশীদারি দায়ীত্ব পরিচালনা করতে দেয়। তবে প্রশ্ম হতে পারে এগুলা আবার কেমন ব্রান্ড? ধরুন ফেসবুক নামটা, এটি কিন্তু বহুত জনপ্রিয় একটা যোগাযোগ মাধ্যম, সৃষ্টির শুরুতেই কিন্তু এটা ব্রান্ড বলে আখ্যায়িত হয়নি, কর্মের ফলে আস্তে আস্তে ব্রান্ডে পরিনত হয়েছে। আর তারা অন্যান্য কোম্পানি বা সংস্থার সাথে জড়িত হয়ে তাদেরকে নামিদামি করেছে৷ তাই এটা একটা ব্রান্ড নাম৷ আর এইভাবে অনেক ব্রান্ড থাকতে পারে যার সাথে আপনি আপনার প্লাটফ্রম দিয়ে পার্টনারশিপ করতে পারবেন যেটার সুযোগ আপনাকে ফেসবুক করে দিবে৷ 

এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট ব্রান্ডগুলো এক হয়ে কিছু বিজ্ঞাপন, পোস্ট ট্যাগ,ভিডিও ইন এ্যাড সিস্টেম৷  ইন্সট্যান্ট আর্টিকেল ইত্যাদি আপনার প্লাটফর্মের উপর প্রকাশ করবে। যা আপনার ব্যাবহারকরিরা স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবে৷ এবং ব্রান্ডগুলোর কাজ সম্পর্কে অবহিত হবে৷ আর এই কাজ ফেসবুক ব্রান্ড কলাব নিজেই করে নিবে৷ বিনিময়ে আপনাকে কিছু অর্থ দিবে। 

আগেকার সময়ে ফেসবুক পেজ দিয়েই শুধু এইটি করা যেতো৷ কিন্তু সময়ের বদৌলতে এটি এখন ফেসবুক গ্রুপেও এভেইলএভেল।যেনে নিন কি কি শর্তশাপেক্ষে আপনি এই ব্রান্ড কলাবসের সাথে যুক্ত হতে পারবেন।

অবশ্যই আপনাকে ফেসবুকের ব্র্যান্ডেড সামগ্রী নীতিগুলি মেনে চলতে হবে, এবং ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসির সাথে আপনার আপনার প্লাটফ্রমের মিল থাকতে হবে৷ যেমন ফেসবুক পেইজের ক্ষেত্রে নিচের একটি বিষয়ের সাথে সামঞ্জস্যতা থাকতে হবে। 

  • 1,000 জন ফলোয়ার সংখ্যা থাকতে হবে কমপক্ষে। অথবা, 
  • 15,000 পোস্ট এংগেজমেন্ট থাকতে হবে গত 60 দিনে, যেগুলো লোকেরা আপনার পোস্টগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কারনে হয়েছে। অথবা,
  • 180,000 মিনিট পোস্ট ভিউ  শেষ ৬০ দিনে। অথবা 
  • গত 60 দিনের মধ্যে সর্বনিম্ন 1থেকে 3 মিনিটের ভিডিওর জন্য 30,000  মিনিট অরগানিক ভিউ থাকতে হবে। 

ফেসবুক গ্রুপের ক্ষেত্রেঃ 

১ হাজার মেম্বার থাকতে হবে + অবশ্যই গ্রুপ প্রাইভেসি পাবলিক হতে হবে। 

 এগুলার থাকলেই আপনি ব্রান্ড কলাবস ম্যানেজারে গিয়ে মনিটাইজেশনের আবেদন করতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে নির্ধারিত প্লাটফর্মের এডমিন হতে হবে।

আপনি যদি একাধিক পেইজের এডমিন হন তাহলে আপনি আপনার যোগ্যতা যাচাই করতে পারেন ফেসবুক অফিসিয়াল ব্রান্ড কলাব ম্যানেজারে গিয়া।এবং আবেদন করতে পারেন এই লিংক এ ক্লিক করে৷। 


ধন্যবাদ, সময় দিয়ে আমার ব্লগ পোস্ট টি পড়ার জন্য৷ 

shwon

হাই, আমি মোহাম্মদ শফিক, ভালোলাগা থেকে লেখা লেখি শুরু করি। তারপর নিত্য নতুন প্রযুক্তিগত সমাধান জানার চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করি। আমি একদম বিগেইনার ব্লগার, ইউটিউবার এবং একজন ফ্রিল্যান্সার হিসেবে কর্মরত

1 Comments

Previous Post Next Post