ভোটার লিস্ট বের করার নিয়ম- ভোটার তালিকা ডাউনলোড করার উপায়

ভোটার তালিকা একটি নির্বাচনী এলাকার জন্য নির্বাচনের সময়কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। একটি ইউনিয়ন/ পৌরসভা জন্য নির্বাচনের মোট ভোটার সংখ্যা এই ভোটার লিস্টে লিপিবদ্ধ থাকে। ভোটার লিস্টের প্রধান প্রয়োজনীয়তা পরে নির্বাচনের তারিখ। ঐদিন এলাকায় যারা ভোটার রয়েছে তারা ভোটার লিস্টের আওতায় থেকে ভোট প্রদান করে। ভোট প্রদান করার পূর্বে ভোটার লিস্টে নাম ও ভোটার নাম্বার চেক করা হয়। 

ভোটার লিস্ট বের করার নিয়ম- ভোটার তালিকা ডাউনলোড করার উপায়


মূলত একজন প্রার্থী নির্বাচনের জন্য ভোটার তালিকা বের করাটা অত্যাবশ্যক। তো কিভাবে ভোটার লিস্ট পাবেন এবং ভোটার লিস্ট ডাউনলোড করবেন সে বিষয়ে আলোচনা করব।

আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন সনদ যাচাই, ও সনদ ডাউনলোড প্রক্রিয়া

ভোটার লিস্ট বের করার নিয়ম

ভোটার লিস্ট বের করতে হলে আপনাকে উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি CD ডিস্ক ড্রাইভ সংগ্রহ করতে হবে। উক্ত সিডিতে/CD  আপনার এলাকার ভোটার লিস্ট pdf ফাইল থাকবে। 

প্রথমত ভোটার লিস্ট তালিকা সবার জন্য উন্মুক্ত নয় এটি শুধু নির্বাচনের প্রার্থীরা সংগ্রহ করতে পারবে 

নির্বাচন যিনি করে অর্থাৎ যিনি প্রার্থী হোক মেম্বার/ কাউন্সিলর/ সংরক্ষিত আসনের মহিলা মেম্বার অথবা চেয়ারম্যান, প্রত্যেককে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি ও নির্ধারিত পরিমাণ ফি দাখিল করতে হয় উপজেলা নির্বাচন অফিসএ। আর সমস্ত কিছু দাখিল করার পর অন্যান্য ডকুমেন্টেশন এর সাথে ভোটার লিস্ট সম্বলিত একটি CD দেওয়া হয়।  উক্ত cd থেকে আপনি যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে ভোটার লিস্টের পিডিএফ ফাইল বের করে প্রিন্ট করতে পারবেন। দেখে নিন ভোটার তালিকায় সিডিতে যা যা থাকে ।

ফি জমা দেয়া লাগবে ৳৫০০-/
যা যা পাবেন
পুরুষ সদস্য প্রার্থী হলে নির্ধারিত ওয়ার্ড পিডিএফ (মহিলা ও পুরুষ ভোটার)
মহিলা সদস্য প্রার্থী হলে ৩ টি ওয়ার্ড পিডিএফ (মহিলা ও পুরুষ ভোটার)
চেয়ারম্যান প্রার্থী হলে সব ওয়ার্ড এর লিস্ট পিডিএফ (মহিলা ও পুরুষ ভোটার)


ছবিসহ ভোটার তালিকা ডাউনলোড pdf


কিছু কিছু ইউনিয়ন পরিষদ তাদের নিজস্ব সার্ভারে তাদের হালনাগাদকৃত ভোটার তালিকা আপলোড দিয়ে থাকে। কিন্তু সব এলাকার ভিত্তিতে নাও হতে পারে।  প্রত্যেক ইউনিয়ন বা পৌরসভার পারসোনাল ওয়েব সাইট বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন থেকে খুঁজে পাওয়া সম্ভব। আর সেখান থেকে স্বল্প কয়েকটা ইউনিয়নের ভোটার তালিকা ডাউনলোড করার সুযোগ রয়েছে। 

ভোটার তালিকা যেহেতু সবার জন্য উন্মুক্ত নয় তাই অনলাইন থেকে ভোটার তালিকা ডাউনলোড করার নির্দিষ্ট সার্ভার নেই 



ডাউনলোড করতে প্রথমে জাতীয় তথ্য বাতায়ন অফিস ওয়েবসাইট প্রবেশ করুন পরবর্তী তথ্যগুলো উপরের ভিডিও অনুযায়ী ফলো করুন। 

নতুন ভোটার তালিকা

সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকা আপনি  CD ডিস্ক এ পেয়ে যাবেন। আর যদি আপনার সংরক্ষিত সিডিতে সর্বশেষ আপডেট কৃত ভোটার লিস্ট না থাকে তাহলে অতিসত্বর আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন, কারণ ভোটার লিস্ট হালনাগাদ না থাকলে আপনার নির্বাচনী এলাকায় কতজন ভোটার বেড়েছে বা কতজন ভোটার কমেছে বুঝতে পারবেন না। হতে পারে আপনার প্রত্যাশিত সম্ভাব্য ভোটারের নাম পুরনো ভোটার লিস্টেনা থাকতে পারে। এ ক্ষেত্রে একটি ভোটার হারাতে পারেন। তাই নতুন ভোটার তালিকা সংগ্রহ করে নিবেন

shwon

হাই, আমি মোহাম্মদ শফিক, ভালোলাগা থেকে লেখা লেখি শুরু করি। তারপর নিত্য নতুন প্রযুক্তিগত সমাধান জানার চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করি। আমি একদম বিগেইনার ব্লগার, ইউটিউবার এবং একজন ফ্রিল্যান্সার হিসেবে কর্মরত

Post a Comment

Previous Post Next Post