জন্ম নিবন্ধন যাচাই ও জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন ২০২২

জন্ম নিবন্ধন চেক। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায়


জন্ম নিবন্ধন সনদ হল একজন নাগরিকের প্রথম পরিচিতি পত্র। প্রতিটি দেশের নাগরিকদের জন্য সরকারের একটি নীতিমালা অনুযায়ী জন্ম ও মৃত্যুর হিসাব রাখা হয়। আপনি যখন একটি দেশের একজন নাগরিক সুতরাং আপনার জন্ম নিবন্ধন সনদ থাকা বাধ্যতামূলক। 

শিক্ষা থেকে শুরু করে দেশের প্রতিটি পর্যায়ে জন্ম নিবন্ধন এর গুরুত্ব অপরিহার্য। যদিও দেশের সবকিছু এখন ডিজিটাল তেমনি জন্ম নিবন্ধন সিস্টেমটাও ডিজিটাল। তো আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল করা আছে কিনা বুঝতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন যাচাই করতে হবে অনলাইন থেকে।


আজকের আর্টিকেলে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় বা জন্ম সনদ ডাউনলোড করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। 


জন্ম নিবন্ধন যাচাই

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে হলে online bris এর জন্ম তথ্য যাচাই ওয়েবসাইটে প্রবেশ করে 17 ডিজিটের নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে। এরপর সেখানে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ দেখতে পাবেন। 


জন্ম নিবন্ধন চেক। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায়



১। প্রথমে Online bdris - জন্ম তথ্য যাচাই এর Birth And Death Verification এ প্রবেশ করুন। প্রবেশ করতে নিচের লিংকে ক্লিক করুন https://everify.bdris.gov.bd/ তাহলে উপরের মত একটি পেইজ আসবে। এখানে এক নম্বর বক্সে আপনার জন্ম নিবন্ধনে থাকা 17 ডিজিটের সংখ্যাটি প্রবেশ করান। 


২। এর পরে ২ নম্বর বক্সে আপনার জন্ম তারিখটা বসাবেন মনে রাখবেন জন্ম তথ্য যাচাই yyyy-mm-dd বলতে প্রথমে আপনার জন্ম সাল তারপর আপনার জন্ম মাস তারপর আপনার জন্ম তারিখ বুঝায় যেমন 2001- 01-15 এরকম দিবেন। যদি ভুলে আগে তারিখ তারপর মাস তারপর বছর দেন তাহলে জন্ম নিবন্ধন সনদ দেখতে পারবেন না। এজন্য সঠিকভাবে জন্মতারিখ প্রবেশ করাতে হবে। 


৩। এরপরে ৩ নম্বরে একটি ছবি দেখতে পাবেন এখানে দুটি সংখ্যার একটি ছবি দেখাবে। ছবিতে সেই সংখ্যা দুটির যোগফল নির্ণয় করে নিচের বক্সে লিখতে  হবে, এরপর সার্চ বাটনে ক্লিক করলে আপনার সব তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদ দেখতে পারবেন। 


*মনে রাখবেন এই প্রক্রিয়াটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের জন্ম নিবন্ধন ডিজিটাল করা হয়েছিল। যদি আপনার ডিজিটাল করা না হয়ে থাকে তাহলে আপনার ইউনিয়ন পরিষদ/ সিটি কর্পোরেশন/ পৌরসভার তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন, অথবা আপনি চাইলে ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন।


জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড 

অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ চেক করা যায় কিন্তু এর pdf কোন ফাইল ডাউনলোড করার অপশন নেই। জন্ম নিবন্ধন সনদ একমাত্র আপনার ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র নির্ধারিত পরিচালক ডাউনলোড করতে পারবেন। আপনি শুধু অনলাইনে তথ্য যাচাই করতে পারবেন। যখন আপনি অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করবেন তখন আপনার নির্ধারত ইউনিয়ন পরিষদে আপনার আবেদনটি পৌঁছে যাবে তখন তারা সেটি রেজিস্টার করলে ডাউনলোড করতে পারবে। প্রত্যেক ইউনিয়ন পরিষদে আলাদা একটি এডমিন প্যানেল দেয়া থাকে সেখান থেকে তারা তাদের নির্বাচনী এলাকার জন্ম-মৃত্যু তথ্য সংকলন করতে পারে। 

তো আপনি শুধু জন্ম তথ্য যাচাই করে সেটাকে কম্পিউটারে pdf আকারে প্রিন্ট করতে পারবেন তারপরে সেই pdf ডাউনলোড করতে পারবেন। এই জন্য প্রথমে কম্পিউটার কি-বোর্ডের ctrl+ p প্রেস করতে হবে। তারপরে আপনার ডাউনলোড লোকেশম সিলেক্ট করে ফাইল নাম দিয়ে ডাউনলোড দিবেন। 

জন্ম নিবন্ধন ফরম 

যারা অনলাইন বাদ দিয়ে সরাসরি পরিষদের জন্ম নিবন্ধন আবেদন করতে চান তাদের একটি ফরম দেওয়া হয় সে ফরমটি পূরণ করে তথ্যকেন্দ্রে দাখিল করতে হয়। এখানে ব্যক্তির নাম পরিচয় সহ সবকিছু লিপিবদ্ধ করতে হয়।

জন্ম নিবন্ধন ফরম pdf ডাউনলোড করতে নিচের লিংকে যেতে পারেন। লিংক এইখানে Form.MyGov.bd  


জন্ম নিবন্ধন সনদ কি কি কাজে লাগে? 


জন্ম নিবন্ধন সনদ মুলত নাগরিকত্ব বৈধ বা অবৈধ জানার জন্য ডিজিটাল ভাবে চেক করা হয়৷।  আপনি যখন কোন সরকারি চাকরি, বা পাসপোর্ট ইস্যু বা অন্য কোন গুরত্বপূরৃন দরকারী কাজে যাবেন তখন আপনার জন্ম নিবন্ধন সনদ চাওয়া হতে পারে। আর তারপরে প্রক্রিয়াধিন লোকজন আপনার জন্ম তথ্য ভেরিফিকেশন করার জন্য অনলাইনে জন্ম সনদ চেক করতে পারে। এই জন্য জন্ম নিবন্ধন ডিজিটাল করাটা অত্যন্ত জরুরী। 

দেখে নিন জন্ম নিবন্ধন সনদ যে যে কাজে লাগতে পারে 

  • শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি।
  • পাসপোর্ট ইস্যু।
  • বিবাহ নিবন্ধন।
  • চাকরিতে যোগদান (সরকারি- বেসরকারী)
  • ড্রাইভিং লাইসেন্স।
  • ব্যাংক একাউন্ট হিসেব খুলতে।
  • ভোটার আইডি (NID) করতে।
  • নির্বাচনে প্রার্থী হলে। 
  • বিভিন্ন লাইসেন্স অনুমোদন করতে। 
  • জমি রেজিষ্ট্রেশন করতে। 
  • TIN (Tax Identification Number)  সংগ্রহ করতে।
  • ইত্যাদি


shwon

হাই, আমি মোহাম্মদ শফিক, ভালোলাগা থেকে লেখা লেখি শুরু করি। তারপর নিত্য নতুন প্রযুক্তিগত সমাধান জানার চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করি। আমি একদম বিগেইনার ব্লগার, ইউটিউবার এবং একজন ফ্রিল্যান্সার হিসেবে কর্মরত

2 Comments

  1. খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট

    ReplyDelete
Previous Post Next Post